জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
দিনবদল ডেক্স: আজ সোমবার ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া স্বাধীনতার পর তিনি তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী নানা আয়োজন আর কর্মসূচির মাধ্যমে পালন করছে তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মরণসভার আয়োজন করেছে।