জাফর ইকবালের নেতৃত্বে কিশোরগঞ্জে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাস

0

kishorgonj0220170111140524

দিনবদল ডেক্স: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানবিষয়ক ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার বেগম নুরুন্নাহার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্লাস শুরু হয়। এর আগে সেখানে পরীক্ষামূলক ক্লাস চলে।

২০১৬ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই হাজার ৯০০ শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান ক্লাস হয়েছিল। যা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে।

এবার তিন হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই ক্লাস হচ্ছে যার মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গিনেস ওয়াল্ড রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞানবিষয়ক এই ক্লাসে অংশ নিতে সকাল থেকে কুলিয়ারচরের ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ২ শত ছাত্রছাত্রী বেগম নুরুন্নাহার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আসে। সুষ্ঠুভাবে ক্লাস নেওয়ার জন্য ২১টি এলইডি মনিটর সিস্টেম ব্যবহার করা হয়।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ৩০ জন শিক্ষক এই ক্লাস পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ শিক্ষক তাদের সহায়তা করেছেন। প্রস্তুতি ক্লাসের পর প্রথম পর্বে ব্যবহারিক ক্লাস এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ব্যবসারিক ক্লাসের আয়োজকরা মনে করছেন, এ ক্লাসটির মাধ্যমে শুধু গ্রিনেজ বুকে নাম লেখা নয়, এতে শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *