জান্নাতবাগ বস্তি উচ্ছেদ স্থগিত
দিনবদল নিউজ: রাজধানীর মোহম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদ কার্য়ক্রম আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বস্তি উচ্ছেদ কাযক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারীর পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘বস্তিবাসীর করা এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রুলসহ এ স্থগাতিদেশ দিয়েছেন আদালত।’