জাতীয় সংসদ ও ছোট ছোট নির্বাচনের চাবি ইসির হাতেই থাকবে : ইসি সচিব

0

MD20170416205627

দিনবদল ডেক্স: নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ ও ছোট ছোট নির্বাচনের চাবি ইসির হাতেই থাকবে। চাবি কারও কাছে যাবে না।

সারাদেশে অনুষ্ঠিত প্রায় ১৬০টি ইউনিয়ন পরিষদে সাধারণ, উপ-নির্বাচন শেষে রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, আজকের নির্বাচন খুব ভালো হয়েছে। সারাদেশে প্রায় ১৬০টি ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ-নির্বাচন ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কেন্দ্রে নির্বাচন বন্ধ বা স্থগিত হয়নি। যে তথ্য পেয়েছি তাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো নির্বাচনকে আমরা ছোটভাবে দেখছি না।

কমিশনের মাঠ পর্যায়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, মেসেজ একটাই সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান করা। অতীতের মতো যাতে মারামারি, কাটাকাটি, জবর দখল, ব্যালটে সিল ছিনতাই -এগুলো না ঘটে।

এ বিষয়ে আশ্বস্ত করতেই রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীদের কাছে একটা মেসেজ দেয়া যে, নির্বাচন কমিশন তাদের সঙ্গে আছে। তাদের প্রটেকশন দেয়ার জন্য ইসি আছে।

একই সঙ্গে তারা অপরাধ করলেও তাদের শাস্তি দিতে নির্বাচন কমিশন পিছপা হবে না বলেও জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *