জাতীয় সংসদে রোববার ভাষণ দেবেন রাষ্ট্রপতি

0

Abdul_Hamidbg20170119155623

দিনবদল ডেক্স: জাতীয় সংসদে রোববার (২২ জানুয়ারি) ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংসদে ভাষণ দিয়ে থাকেন। এরপর তার বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তারের উপর সংসদে মাসব্যাপী আলোচনা হয়।

এছাড়া ওইদিন বিকেল ৪টায় সংসদের ১৪তম অধিবেশন শুরু হলেও কিছুক্ষণের জন্য তা মুলতবি রাখা হবে। সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব এনে এ বিষয়ে আলোচনার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধ্যার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মনঞ্জুরুল ইসলাম লিটন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *