ছেলে হওয়ার পর করিনাকে এমন দেখতে হয়েছে!

0

image৬৬৬৬৬৬৬

কথা দিয়েছিলেন। আংশিক কথা রাখলেনও। তিনি বেগমসাহেবা। করিনা কপূর খান।

কী কথা দিয়েছিলেন করিনা? প্রেগন্যান্সি পিরিয়ডে করিনা জানিয়েছিলেন, সন্তান হওয়ার এক মাসের মধ্যেই ফ্লোরে ফিরবেন। হত ২০ ডিসেম্বর ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন তিনি। না! এক মাসের মধ্যে হয়তো ফ্লোরে ফেরা হয়নি। কিন্তু একেবারে বদলে ফেলেছেন নিজেকে। পোস্ট প্রেগন্যান্সি ওভারওয়েট বা অন্য কোনও শারীরিক সমস্যায় তিনি নিজেকে জড়াননি। বরং লুক বদলে ফেলেছেন।

আরও পড়ুন, আব্রাম বদলে দিয়েছে শাহরুখের জীবন!

সম্প্রতি মুম্বইয়ের এক সালোঁর বাইরে ফ্রেমবন্দি হলেন নতুন মা। কালো লেগইন্স, মিলিটারি জ্যাকেট, নীল সানগ্লাসে এক্কেবারে নতুন মানুষ। বদলে ফেলেছেন হেয়ারকাটও। সব মিলিয়ে নতুন লুকে করিনা যেন বার্তা দিতে চাইছেন, তিনি রেডি। যে কোনও মুহূর্তে ক্যামেরার সামনে আসতে প্রস্তুত।

বলিউডে অনেক নায়িকাই বিয়ে বা সন্তান হয়ে যাওয়ার পর কেরিয়ারে ইতি টানেন। পরিবারকে সময় দেওয়াটাই তখন তাঁদের কাছে প্রায়োরিটি হয়ে যায়। সম্প্রতি রানি মুখোপাধ্যায়ও মেয়ে আদিরার জন্মের পর এখনও পর্যন্ত অভিনয় করেননি। কিন্তু করিনা ব্যতিক্রম। সংসার এবং কেরিয়ার যে ব্যালেন্স করে চলতে পারেন তার প্রমাণ দিতে প্রস্তুত বেবো।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *