ছিনতাইয়ের শিকার হলেন মোস্তফ জব্বার
দিনবদল ডেক্স: রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছে বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ খবর জানিয়েছেন।
রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, আপনারা যারা আমাকে ফোনে খুজছেন তাদেরকে জানাই, আমার ফোনটি আজ বিকেলে ছিনতাই হয়েছে। কাল বিকেলের আগে সিম তুলতে পারবনা। ফলে বিকেলের আগে আমাকে কেউ ফোনে পাবেন না।
কিছুক্ষণ পর দ্বিতীয় আরো একটি স্ট্যাটাসে তিনি বলেন,. ভাল কথা, আমাকে যখন তখন ইন্টারনেটেও পাবেন না-কারণ আমার মোবাইল ইন্টারনেট বন্ধ। তবে কখন-কোথায় তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।