ছাগল আম খুঁজছে নাকি আম খাওয়ার আক্ষেপ করছে : নাহিদ

0

goat20170110134950

দিনবদল নিউজ: প্রথম শ্রেণির বাংলা পাঠ্য বই ‘আমার বই’ এ গাছে উঠে ছাগলের আম খাওয়ার ছবির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ছাগল গাছের দিকে তাকিয়ে আম খুঁজছে নাকি আম খাওয়ার আক্ষেপ করছে সেটি তদন্ত করে দেখার বিষয়। তবে শিশুদের বইয়ে এ রকম ছবি দেয়াকে তিনি গুরুতর অপরাধের মধ্যে নেয়ার পক্ষে নন।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ছাগল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাগল গাছের দিকে হা করে তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছে বা কেন এই ছবি দেয়া হল সেটি বুঝতে হবে। এটা বোঝার বিষয়।

বাংলা পাঠ্য বইয়ে ছবিটি দেয়ার বিষয়ে তিনি বলেন, এটি ছোটদের বই। এখানে অনেক কিছুই দেয়া হতে পারে। তবে কেন ছাগলকে নির্বাচন করা হল সে বিষয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, এটা কি মজা দেয়ার জন্য দেয়া হয়েছে নাকি বিভ্রান্ত সৃষ্টির জন্য এই ছবি নির্বাচন করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, প্রথম শ্রেণির বাংলা পাঠ্য বই ‘আমার বই’ এর সাত নম্বর পাতায় দেখা যায়, অ-তে অজ লিখে ছাগলকে গাছে চড়িয়ে দিয়ে আম খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে। এই ছবি নিয়ে সারাদেশে বিতর্ক চলছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত আরো বিভিন্ন বইয়ে নানা ভুল নিয়ে চলছে সমালোচনা। এমন বিতর্কের মধ্যেই আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন শিক্ষামন্ত্রী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *