চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করতে ঢাকা দক্ষিণ মেয়রের আহ্বান
দিনবদল ডেক্স: চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি বলেন, আমরা যদি সবাই চাঁদাবাজদের বয়কট করে চলি তাহলে তারা এমনিতেই ভালো হয়ে যাবে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরভবনে ধানমন্ডি শেখ কামাল সরণি’র রাপা প্লাজা মোড় থেকে নীলক্ষেত মোড় ডিজাইন ও মডেল প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, গুলিস্তান এলাকায় দীর্ঘ দিনের জঞ্জাল ফুটপাতকে হকারমুক্ত করা হয়েছে। গুলিস্তান এলাকায় ৭২ জন চাঁদাবাজ চাঁদা আদায় করত। আমরা ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করেছি। সব ধরনের অপরাধকে আমরা আইনের আওতায় এনেই বিচার করতে চাই। এজন্য নাগরিকদের সহায়তা দরকার। কিছু রাজনৈতিক নামধারী লোক তারা হকার নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে মিছিল করছে। এটাকে ব্যাহত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী।