ঘুষ দিতে রাজী না হওয়ায় যুবককে ঝুলিয়ে পেটাল পুলিশ

0

jessore-police-pic-05-01_35880_1483638028

দিনবদল নিউজ: যশোরে দাবিকৃত ঘুষ দিতে রাজি না হওয়ায় থানার মধ্যে ঝুলিয়ে এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

দুই লাখ টাকা ঘুষ দাবি করা হলেও শেষ পর্যন্ত আবু সাঈদ (৩০) নামের ওই যুবক ৫০ হাজার টাকার বিনিময়ে ছাড়া পেয়েছেন। আবু সাঈদ যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে।

সূত্র জানায়, সাঈদকে বুধবার রাতে আটক করেন কোতোয়ালি থানার গোয়েন্দা টিমের এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান।

পরে তার কাছে ২ লাখ টাকা দাবি করেন ওই দুই কর্মকর্তা। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে বাস দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়। পরে ৫০ হাজার টাকা দিয়ে রাতেই ছাড়া পান সাঈদ।

এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তিনি এসআই নাহিয়ানের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।

যোগাযোগ করা হলে এসআই নাহিয়ান জানান, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এস আই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান তাকে আটক করে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করায় তাকে কোতোয়ালি থানা অভ্যন্তরে ঝুলিয়ে পেটানো হয়েছে। এদিকে অপর অভিযুক্ত এএসআই হাদিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

এদিকে কী অভিযোগে তাকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। অপরদিকে, নির্যাতিত আবু সাঈদের এক স্বজন জানিয়েছেন, আবু সাঈদের নামে থানায় মামলা থাকলেও তিনি জামিনে আছেন।

বুধবার রাতে বিনা অপরাধে তাকে আটক করা হয়। পরে ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *