গোপন বৈঠক থেকে শিবিরের নেতাকর্মী সন্দেহে ১২ জনকে আটক
দিনবদল ডেক্স: চট্টগ্রাম নগরীতে একটি স্কুলের ছাত্রাবাসে গোপন বৈঠক থেকে শিবিরের নেতাকর্মী সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মোহাম্মদপুরে চট্টগ্রাম ইডেন স্কুল এন্ড কলেজে এই অভিযান চালায় পুলিশ।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো.ওয়ালিউল্লাহ বাংলানিউজকে বলেন, স্কুলটিতে ছাত্রাবাস আছে। সেখানে গোপন বৈঠক হচ্ছে খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছিলাম। বেশ কয়েকজনকে আটক করেছি। তারা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাকি বহিরাগত শিবিরের নেতাকর্মী সেটা আমরা যাচাই করে দেখছি।
পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতের অর্থায়নেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। নগরীতে পুলিশের অভিযানের মুখে টিকতে না পেরে প্রতিষ্ঠানটিকে শিবির তাদের সাংগঠনিক বৈঠকের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল।
আটক ১২ জনের মধ্যে অধিকাংশই বহিরাগত বলে জানিয়েছে সূত্র।