গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের সড়ক অবরোধ
দিনবদল ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় কলেজ থেকে মিছিল নিয়ে সড়কে এসে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির ছাত্রীরা।
সড়ক অবরোধের কারণে ব্যস্ততম নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রমনা থানার ইন্সপেক্টর আবদুস সালাম জানান, সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যদার দাবিতে আট বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।