খাগড়াছড়িতে নেতার বাড়ি থেকে ৭৯ লাখ টাকা উদ্ধার
দিনবদল ডেক্স: খাগড়াছড়ি সদরে প্রদীপন খীসা নামে স্থানীয় এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। প্রদীপন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর শীর্ষস্থানীয় নেতা বলে জানা গেছে।
জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের জামতলী এলাকায় অবস্থিত প্রদীপন খীসার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় চাঁদার রশিদ, চাঁদার টাকা, খরচের হিসাবপত্রসহ মোবাইল ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান জানিয়েছেন, অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে প্রদীপন খীসা বাড়ি থেকে পালিয়ে গেছে। তবে, তার বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৭৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।