ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: কাদের

0

6fa15f959ca9a81dda6e6f39cc6df189-585f85585d051
দিনবদল নিউজ: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার বিকেলে গুলশান-১ এ আগুনে ক্ষতিগ্রস্ত ডিসিসি মার্কেট পরিদর্শনের সময় তিনি ব্যবসায়ীদের এ আশ্বাস দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘‘আমি এখানে আসার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ‘এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে।’ কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন, ‘এটা ষড়যন্ত্র।’ এটা বৈদ্যুতিক গোলযোগ না ষড়যন্ত্র, তা তদন্তের আগে বলা মুশকিল। আমরা এ বিষয়ে পুরোপুরি কথা বলবো তদন্তের পর।’’
ব্যবসায়ীদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাহী কমিটির মিটিং রয়েছে। এখানকার সব বিষয়েই তিনি অবগত আছেন। তারপরও আমরা আপনাদের কথাগুলো তার কাছে পৌঁছে দেবো।’
এ সময় তিনি মেয়রকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মেয়র জনবান্ধব। তিনি আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আপনারা তার ওপর আস্থা রাখুন। যদি প্রত্যাশা পূরণ না হয়, তাহলে আপনারা আমাকে এ বিষয়ে বলতে পারবেন।’
প্রসঙ্গত, সোমবার রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা বাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।

ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *