ক্রমবর্ধমান মৎস্য ও প্রাণিখাতে কৃষিবিদদের ব্যাপক অবদান রাখতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

0

fish20170112212417

এস কে দেব: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, ক্রমবর্ধমান মৎস্য ও প্রাণিখাতে কৃষিবিদদের ব্যাপক অবদান রাখতে হবে, যাতে আমরা মাছে-ভাতে ও দুধে-ভাতে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। এ সময় তিনি কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যদের দেশ গড়ার কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত নেতাদের এক সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের কঠোর অবস্থানে জাটকা নিধনরোধের ফলে ব্যাপক ইলিশ উৎপাদনসহ মৎস্য ও পশুসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এগিয়ে এলে দেশে পুষ্টির অভাব দূর হবে।

সভায় অন্যদের মধ্যে কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত সভাপতি এ এম এম সালেহ ও সাধারণ সম্পাদক মুক্সুদ আলম খান মুকুট বক্তৃতা করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *