কাল আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা
০৫ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
২০ জুলাই ২০২৩ইং
দিন বদল ডেক্সঃ
কালসম্পাদকমন্ডলীর সভা ডেকেছে আ.লীগ
আওয়ামী লীগ দলের সম্পাদকমন্ডলীর সভা ডেকেছে আগামীকাল ২১ জুলাই শুক্রবার। দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৯ জুলাই বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বর্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ২১ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।