করসেবা বৃদ্ধিতে আয়কর ক্যাম্প চালুর নির্দেশ

0

nbr20170307020029

দিনবদল ডেক্স:দেশের সর্বক্ষেত্রে একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসের পাশাপাশি কাঙ্ক্ষিত করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় আয়কর ক্যাম্প চালু করার মাধ্যমে করসেবা জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সোমবার কর অঞ্চল-৩, ঢাকার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কর অঞ্চল-৩ এর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি আয়কর ক্যাম্প চালুর জন্য নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে দেশের সম্মানিত নাগরিকরা কর দেয়াকে বাহাদুরী মনে করেন। তারা কর দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে চান। পাশাপাশি তারা কাঙ্ক্ষিত করসেবাও চান। তাই আমরা করনেট বৃদ্ধির জন্য করসেবাকে অধিকতর সহজ করার কাজ করছি। জনগণকে দ্রুত করসেবা দেয়ার জন্য আয়কর মেলা, আয়কর সপ্তাহের মতো আয়কর ক্যাম্প করা হবে। আয়কর ক্যাম্প থেকে করদাতারা মেলার মতো উৎসবমুখর পরিবেশে সবধরনের করসেবা পাবেন।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ঢাকার সব কর অঞ্চলে আয়কর ক্যাম্পের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে বিভিন্ন সময় আয়কর ক্যাম্প করা হবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *