এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের তৃতীয় সম্মেলন ঢাকায় শুরু
‘সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকায় শুরু হলো ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের’ (এবিইউ) তৃতীয় সম্মেলন।
বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এবিইউয়ের সেক্রেটারি জেনারেল জাভেদ মুত্তাগী, তথ্যসচিব গোলাম মরতুজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ টেলিভিশন ও বেতার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। তিনদিনের এ সম্মেলন চলবে ১২ মে পর্যন্ত।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে সে করণীয় ঠিক করতে বিশ্বের ১৭টি দেশের ৩০০ গণমাধ্যম কর্মী, ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে দেশীয় অংশগ্রহণকারীদের সমন্বয়ে অধিবেশন হবে। অধিবেশন শেষে ঢাকা ঘোষণা প্রণয়ন করে তা মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভুক্তির জন্য পাঠানো হবে।
এছাড়া সম্মেলনের তৃতীয় দিন সদরঘাট থেকে নদী ভ্রমণে বের হবেন বিদেশি অতিথিরা।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন দেশের গণমাধ্যমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে এ সম্মেলনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় জলবায়ু মেকাবেলায় সরকারের নানা প্রকল্প ও অর্জনগুলে তুলে ধরেন তিনি।