এলিজাবেথকে খুব কাছ থেকে গুলি করতে চেয়েছিলেন নিরাপত্তারক্ষী!
দিনবদল নিউজ: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথকে খুব কাছ থেকে গুলি করতে চেয়েছিলেন বাকিংহাম প্যালেসের এক নিরাপত্তা কর্মী। তবে ওই নিরাপত্তাকর্মী প্রথমে বুঝতে পারেননি তিনি রানি ছিলেন।
সম্প্রতি টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বাকিংহাম প্যালেসের সাবেক ওই নিরাপত্তাকর্মী। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের রাজত্বের উত্তরাধিকারদের ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা দেওয়া হয়। যুক্তরাজ্যের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথকেও এ নিরাপত্তা দেওয়া হয়। ৯০ বছর বয়সী রানির একদিন রাতে ইনসমনিয়াজনিত কারণে ঘুম আসছিল না। তখন তিনি কোট পড়ে বাকিংহাম প্যালেসের ভেতরে একটু হাঁটতে বের হন।এ সময় দূর থেকে ওই নিরাপত্তারক্ষীর সন্দেহ হলে তিনি গুলি ছোড়ার জন্য প্রস্তুত হন।
ওই নিরাপত্তাকর্মী পরে সংবাদ মাধ্যমটিকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন,‘ওই রাতে আমি বাকিংহাম প্যালেসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম। রাত তখন তিনটার মতো হবে। হঠাৎ কিছুটা দূরে আমি একটি কালো ছায়া লক্ষ্য করলাম। সঙ্গে সঙ্গে আমি তো অস্ত্র উঁচিয়ে প্রস্তুত, ভেবে নিলাম নাশকতা করতে হয়তো কোনও অনুপ্রবেশকারী প্যালেসের মধ্যে ঢুকেছে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে?’
তিনি আরও বলেন, ‘পরে আমি ভালো করে লক্ষ্য করে দেখি রানি দ্বিতীয় এলিজাবেথ। তখন আমি তার কাছে গিয়ে ক্ষমা চাই এবং রানিকে বলি, সৃষ্টিকর্তাই রক্ষা করেছে। আমি আপনাকে গুলি করতে গিয়েছিলাম।’
সাবেক ওই নিরাপত্তাকর্মী বলেন, ‘এ ঘটনার জন্য রানি নিজেই দায়ভার নিয়েছিলেন। রানি বলেছিলেন, এটা কোনও সমস্যা না। পরবর্তী আমি রাতে হাঁটতে বের হলে হাতে ঘণ্টা নিয়ে বের হবো। তখন তোমাকে আর গুলি ছুড়তে হবে না।’