এরশাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বাঙালি জাতির কল্যাণ ও মুক্তির জন্য, দেশের গণতন্ত্রের জন্য সাবেক সফল রাষ্ট্রনায়ক এরশাদের বিকল্প নাই। দেশের স্বার্থে আরেকবার রাষ্ট্র পরিচালনার জন্য মহান আল্লাহ পাকের কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সমালোচকরা এরশাদকে স্বৈরাচার বললেও তার আমলেই দেশের জনগণ সত্যিকারের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুফল ভোগ করেছেন। ৯০ পরবর্তী সময় থেকে প্রতিহিংসার রাজনীতি চলছে। এ অবস্থার অবসান ঘটিয়ে আবারও দেশের শান্তি ফিরিয়ে আনতে এরশাদকে ক্ষমতায় বসাতে হবে।’
জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, নুর-ই-হাসনা লিলি, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, ফখরুল ইসলাম প্রধান, আরিফুর রহমান খান, দিদারুল আলম দিদার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান মাহমুদ, ফখরুল আহসান শাহজাদা, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী, আসরাফুজ্জামান খান, বেলাল হোসেন, আবু সাইদ স্বপন, পারভীন তারেক, রিতু নূর, সুমন আশরাফ, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম রুবেল, মিয়া আলমগীর, ইফতিখার আহসান, মিজানুর রহমান মিরু প্রমুখ।
পরে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।