এবার অস্কারে যাচ্ছেন না প্রিয়াঙ্কা
অনলাইন ডেস্ক: গত বছর অস্কারে মঞ্চ স্তব্ধ করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে নিয়ে আলোচনাও হয়েছে বেশ। কিন্তু এবার অস্কারের অনুষ্ঠান মিস করবে তাকে। কারণ তিনি এবার সেখানে যেতে পারছেন না।
কারণ আর কিছুই নয়; ব্যস্ততা। দ্য হিন্দু পত্রিকাকে এমনটাই বলেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
মার্কিন টিভি শো ‘কোয়ানটিকো’র শ্যুটিংয়ে দিনে ১৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাকে। পাশাপাশি তাকে মুম্বাইয়ে কয়েকটি প্রচারণা শোয়ে অংশ নিতে হচ্ছে। এসব নিয়েই অনেক ব্যস্ত সময় কাটছে তার। তাই ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
মজা করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার তো শেকড় নেই, দুটো ডানা আছে শুধু।’