এতটা ছিন্নভিন্ন দেহ আর দেখিনি

0

e21a1965b0181f6f7c5072a669877799-58cccddeab573

দিনবদল ডেক্স: আত্মঘাতী ভেস্টে থাকা বোমার বিস্ফোরণেই র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলাকারীর মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্তের পর ঢামেকের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘এর আগে অন্য জঙ্গিদের লাশেরও ময়না তদন্ত করেছি। বিস্ফোরণের ধরনের কিছু মিল আছে। তবে এতটা ছিন্নভিন্ন দেহ এর আগে আর দেখিনি।’

ঢামেকের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ এবং একই বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস শনিবার ১১টার দিকে মর্গে ময়না তদন্ত শুরু করেন। শুক্রবার রাতেই ওই আত্মঘাতীর লাশ ঢামেক মর্গে আনা হয়। বেলা পৌনে ১২টার দিকে ময়না তদন্ত শেষ হয়।

ময়না তদন্ত শেষে সাংবাদিকদের সোহেল মাহবুব বলেন, ‘বিস্ফোরণে নিহত ব্যক্তির বুক ও পেট ছিন্নভিন্ন হয়ে গেছে। তার পেটে বেল্ট বাধা ছিল। কাতের কনুই পর্যন্ত অংশ উড়ে গেছে। দেহের অবস্থা দেখে মনে হচ্ছে বোমা বিস্ফোরণেই সে মারা গেছে। তার পেটে ইলেকট্রিক ওয়ার পাওয়া গেছে। কাপড়চোপর পেটের ভেতর ঢুকে গেছে।’

তিনি আরও জানান, ‘ডিএনএ টেস্টের জন্য ওই আত্মঘাতী হামলাকারীর দাঁত, চুল ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তার লিভার ও পাকস্থলীর কিছু অংশ পাওয়া গেছে। একটা কিডনি আছে। হামলার আগে সে শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা জানতে রক্ত সংগ্রহ করা হয়েছে।’

সোহেল মাহমুদ জানান, তার নেতৃত্বে ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক ডা. কবীর সোহেলকে নিয়ে একটি ময়না তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাধ্যমে ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে প্রবেশ করে এক যুবক আত্মঘাতী হামলা চালায়। বোমা বিস্ফোরণে শরীর ছিন্নভিন্ন হয়ে মারা যায় হামলাকারী। এতে দুজন র‌্যাব সদস্য আহত হন। র‌্যাব কর্মকর্তারা বলছেন, হামলাকারী জঙ্গি দলের সদস্য। তবে কোন দলের, তা নিশ্চিত করে জানাতে পারেননি তারা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *