এই রায়ে জনগন সন্তুষ্ট হবে : আইনমন্ত্রী
দিনবদল ডেক্স: নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এই অপরাধে যে নৃশংসতার পরিচয় দেওয়া হয়েছে তার প্রমাণ আদালত পেয়েছে। তাতে আদালত ফাঁসির যে রায় দিয়েছে এটা অ্যাডভোকেট হিসেবে আমি কর্তব্য বলে মনে করি। আমি মনে করি, সঠিক রায় হয়েছে। এই রায়ে জনগণ সন্তুষ্ট হবে। অপরাধী যেই হোক তার শাস্তির বিষয়ে মানুষের মন থেকে ভীতি দূর হবে।’
সচিবালয়ে সাত খুনের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, ‘রায় কার্যকরের বিষয়টি পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করছে। এটি প্রথমে হাইকোর্টে যাবে, তারপর আপিল বিভাগে যাবে। সময় কতদিন লাগবে তা আদালতের ওপর নির্ভর করছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘যেই অপরাধ করুন তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র এই কাজটিই করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’ অন্য প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব আইন ভেটিং এর জন্য লেজিসলেটিভ বিভাগ আছে। বিষয়টি নিয়ে প্রবাসীরা উদ্বিগ্ন। তাদের স্বার্থ রক্ষা করেই আইন চূড়ান্ত করা হবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সংলাপ করছে। তাই এ মুহূর্তে কথা বলা ঠিক হবে না।’