ইয়াহুর নতুন নাম আলতাবা!
ইয়াহুর সঙ্গে অনেকেরই সম্পর্কটা আবেগের। কারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েবের ধারণার শুরুই হয়েছে ইয়াহু দিয়ে। সার্চ ইঞ্জিন বলতে ইয়াহুকেই চিনতো সবাই। মেইলের ক্ষেত্রেও একই। সম্প্রতি গুগল আসার পর পিছিয়ে পরে এটি। গত এক দশকে গুগল ও ফেসবুকের সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতায় পেরে ওঠেনি ইয়াহু। ফলে ব্যবহারকারী কমতে থাকে। ব্যবসায় নামে ধস।
এরপর ইয়াহুকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত হয়। যা কিনে নেয় ৪৮৩ কোটি মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি-ভিত্তিক প্রতিষ্ঠান ভেরিজন কমিউনিকেশন।
ফলে এখন ইয়াহু আর ইয়াহু থাকছে না। তার নাম বদলে যাচ্ছে। ইয়াহু হয়ে যাচ্ছে আলতাবা। এমনকি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকেও সরে দাঁড়াচ্ছেন। আর কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন এরিক ব্র্যান্ট।