ইসলামী ব্যাংকের নতুন কোম্পানি সচিব হাবিবুল্লাহ
দিনবদল ডেক্স: ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) জে কিউ এম হাবিবুল্লাহ কোম্পানি সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। ব্যাংকের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাবিবুল্লাহ এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা ব্যাংক লিমিটেড এবং জিএসপি ফিন্যান্স লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একজন ফেলো এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মেম্বার।
দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সভা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি ডিগ্রি লাভ করেন।