ইলেকট্রনিক ভোটিং মেশিন স্বচ্ছ প্রক্রিয়া : স্বাস্থ্যমন্ত্রী
দিনবদল ডেক্স: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি স্বচ্ছ প্রক্রিয়া বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাছাড়া জনগণ এখন সচেতন, তাদের ফাঁকি দেয়া যাবে না।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এ সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাদের ইচ্ছা তাদের নিয়ে এ সরকার গঠন করবেন। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।
তিনি আরও বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয় তা মেনে নিন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।