ইলেকট্রনিক গণমাধ্যমও আসছে ওয়েজবোর্ডের আওতায়

0

920e865a60fbd1190d78e6572977a94a-58a974127b32c

দিনবদল ডেক্স: এবার ইলেকট্রনিক গণমাধ্যমও ওয়েজবোর্ডের আওতায় আসছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। এখন এই বোর্ডের প্রধান হিসেবে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে আইনমন্ত্রীর কাছে। তার কাছ থেকে নাম এলেই এই বোর্ড গঠন করা হবে। এসময় তিনি জানান, ইলেকট্রনিক গণমাধ্যমও ওয়েজবোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রচার আইনের খসড়াটি চূড়ান্ত করে আইনটি পাশের জন্য জাতীয় সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী অধিবেশনেই সম্প্রচার আইনটি পাশ হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

বাংলাদেশের ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যেসব চ্যানেলগুলোর বিষয়ে কথা হচ্ছে সেগুলোর বিষয়ে গবেষণা চলছে। ভারতে ও বাংলাদেশের পরিবারের ওপর কী ধরনের প্রভাব ফেলছে তা যাচাই বাছাই চলছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *