আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি : আবুল হোসেন
দিনবদল ডেক্স: পদ্মা সেতু প্রকল্প নিয়ে কানাডার আদালতে বিচারাধীন মামলার রায় প্রকাশের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তাকে হেনস্তা করার উদ্দেশ্যেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিবৃতিতে সৈয়দ আবুল হোসেন বলেন, কানাডার আদালতের এই রায় প্রমাণ করে, পদ্মা সেতু নিয়ে আমাকে জড়িয়ে বিশ্বব্যাংক যে অভিযোগ করা হয়েছে- তা সর্বৈব মিথ্যা।
বাংলাদেশস্থ তৎকালিন বিশ্বব্যাংকের প্রতিনিধি গোল্ড স্টেইন এবং বাংলাদেশের কতিপয় পত্রিকার অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে, বিশ্বব্যাংক যে কাল্পনিক অভিযোগ আমার বিরুদ্ধে দাঁড় করেছিল- তা ছিল শুধু মিথ্যা নয়, ষড়যন্ত্রমূলক। আমি বিশ্বব্যাংক ও বাংলাদেশি কতিপয় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি।
এ ষড়যন্ত্র তার দীর্ঘদিনের অর্জিত সুনাম, মর্যাদা, সততা, নিষ্ঠার ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পথকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।