আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি, বিএনপি নামুক : কাদের

0

Kader-SMall20170118155428

দিনবদল ডেক্স: বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে, সব ব্যাপারে তাদের সংশয় কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি।’

বিএনপির রাজপথের নামার বিষয়ে তিনি বলেন, বিএনপির লিস্ট অনুযায়ী ৫৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে।’ দলটির রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সঙ্গে সংলাপে বাসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে দলটি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমার পক্ষে কিছুই বলা সম্ভব না।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *