আবারো সংবাদমাধ্যমকে ট্রাম্পের আক্রমণ
বরাবরই সংবাদ এবং গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের তেলে-বেগুনে সম্পর্ক। সুযোগ পেলেই সংবাদমাধ্যমকে এক হাত দেখে নেন তিনি।
শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের পাঁচজন নেতার সঙ্গে কথা বলার সময় টুইটারে প্রথম সারির দুই সংবাদমাধ্যমকে আক্রমণ করেন ট্রাম্প। খবর এএফপির।
খবরে জানানো হয়েছে, নতুন করে আবারো দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে কি কারণে এই সংবাদমাধ্যম দুটির উপর ট্রাম্প এমন রেগে গেলেন তা এখনো পরিষ্কার নয়।
শনিবার ওই সংবাদমাধ্যম দু’টিকে অসৎ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘প্রথম থেকেই তারা আমাকে ভুল বুঝে আসছে। তাদের মধ্যে এখনো কোনো পরিবর্তন আসেনি আর আসবেও না।’