আবারও সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ভারতীয় সেনাপ্রধানের

0

33984a6337122dc62a1e43353b1e258d-586cdd62bf0a6
দিনবদল নিউজ: পাকিস্তানের মাটিতে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তার ভাষায়, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়েছে। এমন কিছু বার্তা দেওয়া হয়েছে যা প্রয়োজনীয় ছিল। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দেশ জেনারেল বিপিন রাওয়াত।
ভারতীয় সেনাপ্রধান বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, ‘যদি সীমান্তে সন্ত্রাসী ঘাঁটির তৎপরতা থাকে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’

সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান সীমান্তে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে নতুন পরিকল্পনা ও কৌশলের ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক ছিল এ ধরনের একটি ব্যবস্থা। আমরা আরও কিছু পদ্ধতি নিয়ে কাজ করছি।’

প্রয়োজন হলে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ করতেও কুণ্ঠাবোধ করবে না বলে মন্তব্য করার একদিন পর জেনারেল বিপিন মঙ্গলবার নতুন করে এসব কথা বলেন। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইকও ‘সুপরিকল্পিত’ ছিল বলে মন্তব্য করেন নবনিযুক্ত ভারতীয় সেনাপ্রধান। ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে তিনি ওই অপারেশন পর্যবেক্ষণ করেন।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, ব্যাপক প্রস্তুতির সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *