আবারও ঘনিষ্ঠ দৃশ্যে কঙ্গনা

0

k_264280

মডেলিং থেকে বলিউডে পা রাখার পর থেকেই বিতর্ক তার সঙ্গী। পরে অবশ্য টপলেস সিকোয়েন্স দিয়ে সাহসী অভিনেত্রী হিসেবে বেশ সুনাম হয় কঙ্গনা রানাউতের।

‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ তার অভিনয় উচ্চ-প্রশংসিত হয়েছে। আবার প্রয়োজনে পোশাক খুলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার খোলার সাহস নিয়েও চর্চা কম হয়নি।

অনেক বিরূপ সমালোচনা হয়েছে কঙ্গনাকে নিয়ে। তিনি যে পোশাক খুলতে একটুও দ্বিধাবোধ করেন না, সেই নিয়েও প্রচুর গসিপ হয়েছে।

কিন্তু কঙ্গনা কোনওদিনই দর্শকের চোখে ‘ভাল মেয়ে’ নায়িকা হয়ে থাকতে চাননি। তিনি বরাবরই ‘অভিনেত্রী’ হতে চেয়েছেন এবং অভিনয়ের প্রয়োজনে সব ধরনের চ্যালেঞ্জ নিতে তিনি রাজি।

সাম্প্রতিক ‘রেঙ্গুন’ ছবিতেও কঙ্গনাকে দেখা গেছে সেই বলিষ্ঠ অবতারে। ছবির একটি সং সিকোয়েন্স ‘ইয়ে ইশক হ্যায়’-তে তাকে এবং শাহিদ কাপুরকে দেখা গেছে প্রায় নগ্ন অবস্থায়।

ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে এই গানের ভিডিওটি আর সেখানেই দুই জনকে দেখা গিয়েছে প্রায় নগ্ন হয়ে পরস্পরকে চুম্বন করতে।

কঙ্গনা তো বটেই, শাহিদের ক্ষেত্রেও ‘রেঙ্গুন’ ছবির চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এতটা ঘনিষ্ঠ দৃশ্যে শাহিদকেও আগে কখনও দেখা যায়নি। সূত্র: এবেলা

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *