আন্তর্জাতিক মানবপাচারকারী ও জিম্মি চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

0

arrest20170119103801 (1)

দিনবদল ডেক্স: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী ও জিম্মি চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মালয়েশিয়া গমনের চেষ্টায় থাকা ১০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া লিবিয়া থেকেও একজনকে উদ্ধার করা হয়েছে।

মানবপাচারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *