আদেশ পৌঁছামাত্র ফাঁসি কার্যকর : আইজি প্রিজন

0

ig-pr20170322141332

দিনবদল ডেক্স: হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি বলেন, ‘ফাঁসির আদেশ হাতে পৌঁছামাত্র আমরা তা কার্যকর করবো। এজন্য সব প্রস্তুতি নেয়া আছে।’ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন।

তিনি আরও বলেন, ‘তবে নিরাপত্তার স্বার্থে তিনজনের কাকে কোন কারাগারে ফাঁসি কার্যকর করা হবে তা এখন বলা যাচ্ছে না।’

এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের রায় মঙ্গলবার প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

রায় প্রকাশের পর রায়ের অনুলিপি কঠোর নিরাপত্তার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারা কর্তৃপক্ষ (আইজিপি), জেলা প্রশাসকের কার্যালয় (জেলা ম্যাজিস্ট্রেট), বিচারিক আদালত সিলেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সাত স্থানে পাঠানো হয়।

এর আগে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় বহাল রাখেন আপিল বিভাগ। ১৯ মার্চ মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রা.)-এর মাজার প্রাঙ্গণে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন এবং পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি হাসপাতালে মারা যান।

এছাড়া আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসকসহ অন্তত ৭০ জন আহত হন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *