আটকে পড়া ২৯টি পরিবারের সবাইকে উদ্ধার করা হয়েছে

0

1490418468
দিনবদল ডেক্স: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ আটকে পড়া ২৯টি পরিবারের সবাইকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘টোয়ালাইট’ শুরু হওয়ার পর শনিবার দুপুর ১২টার দিকে ২৯টি পরিবারের অর্ধশতাধিক লোককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা।

এখন ওই ভবনের নিচ তলায় অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, পাঁচতলা বিশিষ্ট ভবনের ওপর ভাগের ২৪টি পরিবারের ৫৫ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। এখন নিচ তলায় বাকি পাঁচ পরিবারের সদস্যদের উদ্ধারের পরপরই নিচ তলায় যে ইউনিটে জঙ্গিরা অবস্থান করছে , সেখানে অভিযান শুরু হয়েছে।

এদিকে, দুপুর ১২টায় ঝড়বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার কিছুক্ষণ আগে বিদ্যুৎও চলে এসেছে। অভিযানের এক পর্যায়ে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান চালাচ্ছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *