আগামীকাল সোমবার ভয়েস মেইল সার্ভিস উদ্বোধন করবেন জয়
দিনবদল ডেক্স: মোবাইল ফোন সেবায় চালু হচ্ছে ‘ভয়েস মেইল সার্ভিস’। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার বেলা ১১টায় গণভবন থেকে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছে ভয়েস বার্তা পাঠিয়ে এ সেবার উদ্বোধন করবেন।
বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম জানান, গ্রাহকের জন্য সহজে গ্রহণযোগ্য ও ব্যবহার উপযোগী ভয়েস মেইল সার্ভিসের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে কমিশন। পরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন সংস্থার চেয়ারম্যান ড. শাহজাহান। সংবাদ সম্মেলনে মোবাইল অপারেটরের প্রধানরা উপস্থিত থাকবেন।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, ভয়েস মেইল এমন একটি সেবা, যার মাধ্যমে গ্রাহক চাইলে কাউকে কথা রেকর্ড করে পাঠাতে পারবেন। এসএমএস পাঠানোর মতোই গ্রাহক ভয়েস মেইল পাবেন।