আগামীকাল রবিবার ঢাকায় বসছে শিক্ষামন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলন

0

1486126796

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষামন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলন ই-নাইন। শুক্রবার রাজধানীর ব্যানবেইস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, উন্নয়নশীল নয়টি দেশ নিয়ে গঠিত ফোরাম ই-নাইন। বাংলাদেশ ছাড়া এ ফোরামে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া।

শিক্ষামন্ত্রী বলেন, এ নয়টি দেশ নিয়ে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী রাজধানীর হোটেল র‌্যাডিসনে শুরু হবে শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪ অর্জন সম্মেলন। এই দিন সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোপূর্বে বাংলাদেশ ব্যতীত সব সদস্য রাষ্ট্র এক বা একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে। এবারই প্রথম বাংলাদেশ এ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *