আগামীকাল থেকে দুই দিনব্যাপী বাপা-বেন সম্মেলন শুরু

0

Bapa-Ben20170113122253

দিনবদল ডেক্স: স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ (এসডিজিই) বিষয়ক বাপা-বেন বিশেষ সম্মেলন আগামী ১৪ ও ১৫ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, শতাধিক প্রবন্ধের ২৮টি সমান্তরাল সভা, ২টি প্লেনারি, ১টি কৌশগত সভা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ছাড়াও সহযোগী আয়োজক দেশের ১১টি বিশ্ববিদ্যালয়, ৯টি গবেষণা, পেশাজীবি সংগঠন ছাড়াও ২৫টি বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ নিবে।

সম্মেলনের লক্ষ্য ও কারণ উল্লেখ করে আয়োজকরা জানান, এসডিজি ও তার সঙ্গে বাংলাদেশ পরিবেশের প্রাসঙ্গিকতা চিহ্নিত করা, এসডিজি সংশ্লিষ্ট গবেষণা ও ব্যবহারিক কাজে যুক্ত দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ ও আন্দোলন কর্মীদের একত্রিত করা। এছাড়া সম্মেলনে বাংলাদেশে এসডিজির পরিবেশ সংশ্লিষ্টতা বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের বিশ্ব সমন্বয়কারী ড.নজরুল ইসলাম প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *