আইসিইউতে দেওয়ানবাগী পীর
দিনবদল ডেক্স: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেওয়ানবাগী পীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন।
শুক্রবার রাত ৯টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউনাইটেড হাসপাতালের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম শুভ জানান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নাজমুল ইসলামের অধীনে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
রাতে দেওয়ানবাগীর মৃত্যু হয়েছে এমন গুজব নানাভাবে ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর সংবাদ একেবারেই গুজব বলে দাবি করেন এই গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা। দেওয়ানবাগের পীর ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।