আইএসকে সর্বসান্ত করে দিবেন ট্রাম্প
দিনবদল ডেক্স: ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ইসলামি মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে কট্টর অবস্থানের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শপথ নেয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমরা ইসলামি মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে সভ্য বিশ্বকে ঐক্যবদ্ধ করবো। এর মাধ্যমে পৃথিবী থেকে মৌলবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে।’
নির্বাচনী প্রচারণার সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ভূমিকার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। ১৪৫৩ শব্দের ১৫ মিনিটের ভাষণে প্রতিফলিত হয়েছে নির্বাচনী প্রচারণার সময় দেয়া ট্রাম্পের অঙ্গীকার।
চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে কোন ধরনের লড়াই চালিয়ে যাবেন সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি সদ্য অভিষিক্ত এই মার্কিন প্রেসিডেন্ট।
ধনকুবের থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্প বলেছেন, ‘আমাদেরকে আগেই ভবিষ্যদ্বাণী করা যাবে না। এটি এখন থেকে শুরু করতে হবে। যেহেতু আমি নির্বাচিত হয়েছি; সেহেতু আইএসকে সর্বস্বান্ত করা হবে।’
আইএস ইস্যুতে সাবেক প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি যা করতে চান তার সবকিছু আগেই শত্রুকে বলে দিয়েছেন। আপনি আইএসের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন; এতে আশ্চর্যের কিছু নেই।’
ট্রাম্প বলেন, ‘হিলারি ক্লিনটন ১৯৯৯ সালে যখন রাজনৈতিক জীবন শুরু করেন; আইএসের উত্থান সেই থেকেই শুরু হয়েছে।’
শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাইবেলে হাত রেখে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেন মার্কিন এ ধনকুবের। শপথের পরে ভাষণে ট্রাম্প বলেন, ‘এই দিনটি আপনাদের। এই বিজয় আপনাদের, যুক্তরাষ্ট্রের।’ তিনি বলেছেন, ‘আমি আপনাদের জন্য লড়াই করবো; শরীরের প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে। এবং কখনোই নিরাশ করবো না।’