আইইবি’র কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

1485584260

দিনবদল নিউজ: ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৫৭ তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভোলাপমেন্ট’। শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) চার দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করেন তিনি।

কনভেনশনের মূল আকর্ষণ হিসেবে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভোলাপমেন্ট’।

কনভেনশনের উদ্বোধনী দিন শনিবার দুপুরে প্রকৌশলী এম এ রশিদ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বিকালে ফিয়েস্কার সেমিনারে অতিথি থাকবেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলংকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়।

রবিবার জাতীয় সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ওই দিন বিকালে অনুষ্ঠিত হবে আইইবি বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার শেষদিনে জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি থাকবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *