অস্ত্রসহ ইউপিডিএফ’র সামরিক শাখার ২ কর্মী আটক
দিনবদল ডেক্স: খাগড়াছড়ি জেলার পানছড়ির নাপিতাপাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলি ও সেনাবাহিনীর পোশাকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। নিরাপত্তাবাহিনীর দাবি, আটকরা ইউপিডিএফ’র সামরিক শাখার কর্মী।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পানছড়ির নাপিতাপাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। রাতভর তল্লাশি চালিয়ে প্রমেশ চাকমা (৩৩) ও সোনামনি চাকমা (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
যৌথবাহিনী এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, দুই ধরনের পাঁচ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একসেট সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পানছড়ি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।