অস্কারে যাচ্ছে ‘ডেডপুল’?
আর মাত্র একমাস পরেই জানা যাবে কোন কোন ছবি ঠাঁই পাচ্ছে অস্কারে। এ নিয়ে এখন থেকেই শোনা যাচ্ছে গুঞ্জন। ‘লা লা ল্যান্ড’, ‘মুনলাইট’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ প্রভৃতি ছবির নাম শোনা যাচ্ছে।
তবে অলোচনায় রয়েছে মার্শেল কমিকসের ওপর টিম মিলার নির্মিত ‘ডেডপুল’ ছবিটি। গতবছর ছবিটি সারাবিশ্বে ৭৮০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে আর রোটেন টমেটোর রিভিউয়ে ছবিটির স্কোর ৮৪%। ‘কমেডি’ এবং ‘ব্লকবাস্টার’ এই দুই দিক বিবেচনায় এ ছবিটির সম্ভাবনা দেখছেন অনেকেই।
তবে সমালেচকেরা বলছেন, সুপারহিরো ক্যাটাগরিতে বানানো কোনো ছবিই আজ পর্যন্ত অস্কার মনোনয়ন পায়নি। এক্ষেত্রে ‘ডেডপুল’ অস্কার মনোনয়ন পেলে সেটি হবে ঐতিহাসিক ঘটনা।
২০১৬ সাল জুড়ে হলিউডসহ সারাদুনিয়াতে আলোচনায় ছিলো মার্শেল কমিকসসের ওপর নির্মিত ‘ডেডপুল’ ছবিটি। খবর: সিএনএন