অর্থ আত্মসাত মামলায় মোশাররফের বিরুদ্ধে দুদকের চার্জশিট

0

Mosarof20170418170044

দিনবদল ডেক্স: রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুইয়ের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

খন্দকার মোশাররফ ছাড়া অপর দুই আসামি হলেন- মোশাররফের ছেলে খন্দকার মাহবুব ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক লাইন ডিরেক্টর মোহাম্মদ মাহবুব হোসেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের মালিকানাধীন ‘স্বজন ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছিলেন। তিনি প্রভাব খাটিয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের নীতিমালা লঙ্ঘন করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য বিমান টিকিট কেনার কাজ দেন স্বজন ট্রাভেলকে। এতে সরকারের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন আসামিরা।

ওই ঘটনায় ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *