অভিবাসন ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশে সংসদীয় ককাসের যাত্রা শুরু

0

parliament-sm20170331223209

দিনবদল ডেক্স: অভিবাসন ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশে সংসদীয় ককাসের যাত্রা শুরু করেছে। সংসদে এমপিদের মাধ্যমে অভিবাসীদের উন্নয়ন ও অভিবাসন অধিকার বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট আলোচনার জন্যে এ ককাস গঠিত হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর পার্ক টাউন রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সংসদীয় ককাস প্রতিষ্ঠা করা হয়।

পরে সংসদ সদস্য (এমপি) ও অভিবাসী বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারপার্সন ইসরাফিল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অভিবাসী শ্রমিকদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করবে এই সংসদীয় ককাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এ সময় অন্যদের মধ্যে সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, তালুকদার মো. ইউনুস, নূরজাহান বেগম, জাবেদ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *