অবৈধভাবে কেনিয়া যাওয়ার পথে বিমানবন্দরে আটক ৭৩

0

Shajalal-airfort-md20170210215607

দিনবদল ডেক্স: বাংলাদেশ বিমানের ফ্লাইটে অবৈধভাবে কেনিয়া যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ জনকে সন্দেহজনকভাবে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার ওই শ্রমিকদের বোডিং পাস শেষে বিমানের আরোহণ করার পর মুহূর্তেই এপিবির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে আসে।
পরে জানা যায়, মানব পাচারকারীদের যোগসাজশে স্বল্প মেয়াদের ভিসায় কেনিয়ায় পাচার করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দিয়েছে এপিবিএন।

বিমাবন্দর আমর্ড পুলিশের এএসপি তারিক আহমেদ আস-সাদিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে গোপন সংবাদে জানতে পারি স্বল্প মেয়াদে ৪ জন কেনিয়ায় যাচ্ছেন। বাংলাদেশ বিমানের (সিরিয়াল নং ০৫১) সাড়ে ৬টার ফ্লাইটে যাচ্ছিলেন। খুঁজে বের করে জানা যায় মোট ৭৩ জন যাচ্ছেন স্বল্প মেয়াদের ভিসায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের সবাইকে আটকে দেয়া হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আদম ব্যবসায়ীদের সঙ্গে মিউচুয়াল এগ্রিমেন্ট করেছেন। বিদেশ গমনে কোনো টাকাও দেয় নি। প্রথমে লিবিয়া, তারপর কেনিয়া যাওয়ার কথা ছিল। কেনিয়ায় পৌঁছানোর পর বিভিন্ন দেশে চলে যাবার পরিকল্পনা করেছিল। সেখানে পৌঁছার পর টাকা পেমেন্ট দেয়ার মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছিল তাদের মধ্যে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *