অবসরকালীণ সময়ের কথা চিন্তা করে পেনশনে নতুন নতুন সুবিধা দিচ্ছে সরকার: মুহিত

0

Mohit-sm20170111200426

দিনবদল নিউজ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবসরকালীন সময়ের জন্য পেনশন নিরাপত্তা। এজন্য পেনশনে নতুন নতুন সুবিধা দেওয়া হচ্ছে।

বুধবার (১১ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মুহিত বলেন, পেনশনের ক্ষেত্রে নতুন নতুন অনেক সুবিধা দেওয়া হচ্ছে। যারা পেনশন শতভাগ তুলে নিয়েছেন, তারা ডুবেছেন। এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই চাকরি শেষে পুরো পেনশন তুলে নিয়ে বিপদে পড়েছেন।

ভবিষ্যতে যেন এমন সমস্যা না হয়, সেজন্য কেউ যাতে ৫০ শতাংশের বেশি পেনশন তুলতে না পারেন সেজন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে প্রজ্ঞাপন কার্যকর হবে। অর্থাৎ এ বছরের ৩০ জুন বা তারপর যাদের অবসর-উত্তর ছুটি শেষ হবে, তারাই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে পেনশনার বা পারিবারিক পেনশনাররা মাসিক পেনশনের ওপর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এটাও কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের চাকরিজীবীরা যাতে অবসরে যাওয়ার পর পেনশন পান, সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। এ বিষয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বসতে হবে। এ কারণে কিছুটা সময় লাগবে।

এ বিষয়ে আগামী অর্থবছরের বাজেটের আগেই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *