অনেক কষ্ঠ করে লেখাপড়া করেছি, তোমাদের আদর্শ মানুষ হতে হবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। জীবনে বড় হতে হলে তোমাদের অনেক কিছু মানতে হবে। তোমাদের আদর্শ মানুষ হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব আবু ইউছুপ, সরকারি কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, পৌরসভার মেয়র আব্দুল মালেক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন।