অতিরিক্ত পুলিশ সুপার পদে ৯ কর্মকর্তা বদলি

0
police20170321003007

police20170321003007

দিনবদল ডেক্স: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুস ছালামকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীনকে ট্যুরিস্ট পুলিশ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সাদিয়া আফরোজকে এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া মিশন থেকে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে পিটিসি নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বান্দরবন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদকে পিটিসি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার লিপি সাহাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপিতে বদলি করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *