অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

0

১৭শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
০১ আগস্ট ২০২৩ইং
দিন বদল ডেক্সঃ

মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি। একইসঙ্গে প্রেসিডেন্ট উইন মিন্টেকেও ক্ষমা ঘোষণা করা হয়।

তারা দুজনেই ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে কারাগারে ছিলেন। সু চি ১৯টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর জন্য তার ৩৩ বছর কারাদ- হয়েছে। তবে সু চি ও উইন মিন্টকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া না হলেও তাদের শাস্তি কম করা হবে বলে জানা গেছে।

০১ আগস্ট মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।’
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন। কারণ, দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারনে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *